নিজেকে নতুন করে আবিষ্কার – প্রত্যাবর্তন পর্ব ১
(Nijeke Notun Kore Abiskar - Protyaborton - 1)
সব শুনে রানিলা ভুজল ব্যাপার তা সে যা ভেবেছিল তার চেয়েও বেশি সিরিয়াস।
“দেখ আদ্রিতা। ছেলে তোর। তোকেই এই সমস্যা মিটাতে হবে। মা যদি এই সমস্যার সমাধান না করিস তাহলে কে করবে বল। তোকে শক্ত হাত এ এই সমস্যার সমাধান করতে হবে। আর ভাইয়া কে না জানানোটাই ভাল। তুই বাসায় যা। কবির এর সাথে কথা বল।”
“মা হয়ে ছেলের সাথে অইসব নিয়ে কথা বলব????? কি বলছিস তুই এসব?? ”
” দেখ আমি ঠিক ই বলছি। একমাত্র তুই ই পারিস ওকে এসব থেকে ফিরিয়ে আনতে। আমার রাউন্ড আছে । আমি এখন আসছি। বাসায় গিয়ে ভাবিস এটা নিয়ে। যাই আমি রে। ”
আচ্ছা হুম, দেখি ” আদ্রিতার মাথায় চিন্তার ভাজ পড়ে গেল। কি করবে সে। সামনে বি কা বা আসতে চলেছে তাদের জীবন এ? এটা কি কোন পরিবর্তনের আভাস?????
What did you think of this story??
Comments